মানুষের ব্যবসায়িক জীবন নানাবিধ অনিশ্চয়তা এবং ঝুঁকির মধ্যে প্রবাহমান। মানব সভ্যতার ক্রম বিকাশের সাথে সাথে মানুষের আর্থ সামাজিক ও জীবন জীবিকার প্রতিটি ক্ষেত্রে তার প্রভাব প্রবাহিত হয়। মানুষের জীবন যাপনের পথ নিষ্কন্টক ও নিশ্চিত করার জন্য মানুষ যুগের চাহিদা মোতাবেক ব্যবস্থা প্রনয়ন করেছেন। প্রাথমিক যুগে এটি ছিল সমবায় মূলক ব্যবস্থা। বীমাকারীর স্বার্থ ছিল গৌন কিন্তু সময়ের অগ্রগতির সাথে সাথে মানুষের জীবন ধারনের মান বেড়েছে, বেড়েছে মানুষের কর্ম-কান্ডের জটিলতা, পরিধি এবং পরিব্যপ্তি, সেই সাথে বেড়েছে ঝুঁকির প্রকৃতি। সম্পত্তি রক্ষা, দূর্ঘটনা নিয়ন্ত্রন, আয়ের নিশ্চয়তা, ব্যবসায়ের নিশ্চয়তা ইত্যাদি রক্ষার জন্য মানুষকে নানা রকম ঝুঁকির মোকাবেলা করতে হয়। এসব ঝুঁকির বিপরীতে গৃহীত বীমা ব্যবস্থাকে নন-লাইফ বা সাধারন বীমা বলা হয়ে থাকে অর্থাৎ কোন স্থাবর ও অস্থাবর সম্পত্তির ক্ষতি পূরনের সাথে সংশ্লিষ্ট বীমাকে আমরা সাধারন বীমা বলে থাকি। সাধারন বীমাকে আমরা নিম্মরূপে শ্রেনী বিন্যাস করতে পারি।
বীমা কৃত যানবাহনের অনাকাঙ্খিত কোন ক্ষতি হলে ক্ষতিপূরণ দেয়া হয়। Motor Insurance দুই প্রকার Act Liability Insurance 1. Act Liability Insurance কোন মোটর গাড়ি দ্বারা তৃতীয় পক্ষের কোন ক্ষয়ক্ষতি হলে তাহার ক্ষতিপূরণ দেয়া হয়। 2. Comprehensive Insurance কোন মটরগাড়ী দ্বারা মটরগাড়ির নিজের এবং তৃতীয় পক্ষের কোন ক্ষয়ক্ষতি হলে তাহার ক্ষতিপূরণ দেয়া হয়।
যে কোন বীমা কৃত পণ্য এক স্থান থেকে অন্য স্থানে অথবা এক দেশ থেকে অন্য দেশে। জাহাজ, ট্র্যাক, লরি, বা বিমান এর মাধ্যমে আনা নেওয়ার সময় দূরঘটনা জনিত কারণে মালামালের ক্ষতি হলে উক্ত পণ্যের ক্ষতিপূরণ দেয়া হয়।
বিস্ফোরণ জনিত কারণে ক্ষতিপূরণ দেয়া হয়।
ভূমিকম্প জনিত কারণে ক্ষতিপূরণ দেয়া হয়।
যে কোন ধরণের ঝড়, তুফান, সুনামি।
বাহিরের লোক ধারা বীমাকৃত প্রতিষ্ঠানের, যে কোন ধরণের ক্ষতিপূরণ দেয়া হয়।